আকরাম হুসাইনন
নওগাঁ, বাংলাদেশ।
মোর সংসারে এক অত্যাচারী রাজার বসবাস,
-তার সিংহাসন সোনায় সুশোভিত, তার প্রজারা হতাশ।
লোহার মুষ্টি দিয়ে, সে নির্মম শক্তিতে শাসন করেছিল জনমত দমন,
– স্বাধীনতা হরণ, করেছিল একচ্ছত্র আলো গ্রহন।
তার দখলি মুকুট, তার নিষ্ঠুর আদেশের প্রতীক,
-সে ছিল অন্ধকারে নিমজ্জিত এক মিথ্যার বাচিক।
সে কণ্ঠস্বরকে স্তব্ধ করেছিল, ভিন্নমতের কান্নাকে চূর্ণ করে গণতন্ত্র ভেঙেছিল,
– তার লোকদের দীর্ঘশ্বাসের প্রতি অন্ধ দৃষ্টি নিক্ষেপ করেছিল।
তাঁর রাজ্য তাঁর অত্যাচারী রাজত্বের নীচে কেঁপে উঠল,
একদা,জনমনে বাস করতে সে অস্বীকার করেছিল।
প্রতিবাদ-প্রতিরোধের শিখা যখন প্রজ্জ্বলিত হতে থাকলো,
শহর,গ্রাম বা মহল্লা প্রকম্পিত হতে লাগলো,
একত্রিত হয়ে,নির্যাতিতরা মুক্তির পথ প্রশস্ত করতে চাইলো,
তখনই,মুক্তির পথ, প্রতিবাদী কণ্ঠ অবৈধ সিংহাসনে রোধ করে দিল।
অত্যাচারী শক্তি, একটি ক্ষণস্থায়ী কেবল সম্মুখভাগ করে জয়,
পরিবর্তনের জোয়ার যেমন স্ফীত হয়, নিরলস তথা বিস্তৃতও হয়।
নিপীড়িতদের অন্তরে আগুন জ্বলে,বন্ধ মুখে যখন শব্দ ফোটে,
স্বাধীনতার জন্য আকাঙ্খা, একটি পাঠ নিপীড়িতরাও শেখে।
অত্যাচারী রাজা তার পতনের মুখোমুখি খেয়ে যায় হোঁচট,
তার সাম্রাজ্য ভেঙে পড়ে, তার আধিপত্যও হয় ছোট।
স্বরণে রেখো,ভয়ের উপর নির্মিত শক্তি সহ্য করতে পারে না কখনোই,
টুকরো টুকরো হয় সাম্রাজ্য,ধ্বংস হয়ে যায় অত্যাচারীর বলয়!
সেদিন সূর্যোদয় হবে,জুলুমকারী খন্ডিত হবে আবার নিপীড়িতও মুক্তি পাবে,
অত্যাচারী সেদিন সূর্যের তপ্ত অগ্নিশিখায় জ্বালানির মতো জ্বলবে।
বাংলাদেশ সময়: ১১:২৩ অপরাহ্ণ | বুধবার, ১২ জুলাই ২০২৩
swapnochash24.com | sopnochas24