• মঙ্গলবার ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    অনুগত রাখতে জনপ্রতিনিধিদের কোরআন ছুঁইয়ে শপথ করালেন এমপি

    স্বপ্নচাষ প্রতিবেদক, রাজশাহী

    ১২ ফেব্রুয়ারি ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ

    অনুগত রাখতে জনপ্রতিনিধিদের কোরআন ছুঁইয়ে শপথ করালেন এমপি

    পবিত্র কোরআন শরীফ ছুঁইয়ে জনপ্রতিনিধিদের নিজের প্রতি আনুগত্যের শপথ করিয়েছেন রাজশাহী-১ (গোদাগাড়ী তানোর) আসনের সংসদ ওমর ফারুক চৌধুরী। শনিবার রাতে জাতীয় সংসদ ভবনে নিজের কার্যালয়ে দলীয় নেতা ও জনপ্রতিনিধিদের শপথ করানোর ওই ভিডিও মোবাইল ফোনে ধারণ করা হয়। রবিবার ভিডিওটা ভাইরাল হয়।

    ভিডিওতে দেখা যায়, পবিত্র কোরআন শরীফে হাত ছুঁইয়ে জনপ্রতিনধিরা বলেছেন- ‌’আজকে আমি পবিত্র কোরআন নিয়ে বলছি- আমি মাননীয় প্রধানমন্ত্রীর বিপক্ষে কোনো দিন যাবো না ইনশাল্লাহ। মাননীয় সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরীর নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের এলাকায় দলীয় সকল কার্যক্রম পরিচালনা করবো ইশাল্লাহ।’

    ভিডিওতে আরও দেখা যায়, ’সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী নিজেও ওই শপথের ভিডিও করেন। এসময় কেউ শপথের কোনো অংশ বাদ দিলে তা নিজেই শিখিয়ে দিচ্ছেন। এক জনপ্রতিনিধি ভুলে গেলে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর সাথে সুর মিলিয়ে বলেন, ‘নৌকার সাথে বেইমানি করবো না ইনশাল্লাহ।’

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে সংসদ সদস্যের প্রতি আনুগত্যের শপথ করেন গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌর মেয়র ওয়েজ উদ্দিন বিশ্বাস, মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা, দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেলসহ তানোর ও গোদাগাড়ীর বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও পৌর মেয়ররা।

    পবিত্র কোরআন শরীফে হাত রেখে শপথ গ্রহণের বিষয়টি স্বীকার করেন গোদাগাড়ীর পৌর মেয়র ও গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়েজ উদ্দিন। তিনি বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর হাত শক্তিশালী করতে ‍তাদের প্রতি আনুগত থাকার শপথ নিয়েছি। এসময় অনেকেই ছিল সবাই কোরআন শরীফ ছুঁয়ে শপথ গ্রহণ করেছেন।

    এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমাদের শপথ গ্রহণে কেউ জোর করেনি। আমরা স্বেচ্ছায় শপথ নিয়েছি।

    এবিষয়ে জানতে রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনীল সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চায়নি। তিনি বলেন, আমি বিষয়টি জানি না। তবে রাজনীতি করতে হলে অনেক সময় অনেক কথা বলা লাগে। যদি তিনি এভাবে শপথ করান তাহলে কোন মাইন্ডে করিয়েছেন তা আমি বলতে পারবো না।

    জনপ্রতিনিধিদের পবিত্র কোরআন শরীফ ছুঁইয়ে শপথ করানোর বিষয়ে জানতে এমপি ওমর ফারুক চৌধুরীকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি। এমনিকি এসএমএস পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

    স্বপ্নচাষ/একে

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ৬:২৭ অপরাহ্ণ | রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।