প্রতীকী ছবি
করোনাভাইরাসমুক্ত জেলা বলে প্রধানমন্ত্রীর প্রশংসার একদিন পরেই নাটোরে করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার এক-দুইজন নয় একসঙ্গে ৮ জন করোনায় আক্রান্ত বলে জানা গেছে।
গত ২২ ও ২৩ এপ্রিল সংগৃহীত নমুনায় এসব ধরা পড়েছে বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান।
নাটোরের সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো সকল ধরনের তথ্য পাওয়া যায়নি, আমি ঢাকা থেকে ই-মেইলের অপেক্ষায় আছি। ই-মেইল এলেই বিস্তারিত বলা যাবে তবে করোনা পজেটিভ এটা সত্য। আমাদের সংগ্রহীত নমুনা রাজশাহীতে পাঠানো হয়েছিল রাজশাহী থেকে ঢাকায় এনআইএলএম ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেখান থেকেই আমাকে ফোনে জানানো হয়েছে করোনা পজিটিভ পাওয়া যাওয়ার কথা। আমরা ই-মেইল পেলেই সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
তিনি আরও বলেন, প্রশাসনের সঙ্গে ইতোমধ্যেই কথা বলেছি ওই এলাকা লকডাউনসহ যা যা করা দরকার সবই করা হবে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১১:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim