সংগৃহীত
প্রাণঘাতী করোনা সংক্রমণ রোধে আসছে ঈদ পর্যন্ত বন্ধ থাকবে রাজশাহী নগরীর সব মার্কেট। শুক্রবার বিকেলে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার সঙ্গে ব্যবসায়ী নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভায় মার্কেটের দোকান কর্মচারীদের সহায়তা দেয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি, আরডিএ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ মাদুদ হাসান, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি নূরুন নবী, কাপড়পট্টি মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শামীম প্রমুখ।
এর আগে বৃহস্পতিবার রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনের সিটি হল সভাকক্ষে সরকারি কর্মকর্তা, চেম্বার অব কমার্স, ব্যবসায়ী নেতা ও ব্যবসা প্রতিষ্ঠান মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হওয়ায় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত নগর ভবনে মেয়রের দফতর কক্ষে দ্বিতীয় দফায় সভা অনুষ্ঠিত হয়। সেখানেও সিদ্ধান্ত না আসায় পরবর্তীতে তৃতীয় দফায় শুক্রবার বিকেলে সভা অনুষ্ঠিত হয়। সেখানেই শহরের মার্কেট বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হলো।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ১১:০২ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |