সংগৃহীত
এ কি বিরাট কোহলি টিভি সিরিজে অভিনয় শুরু করলেন কবে থেকে? সেটাও আবার ভারতে হলে কথা ছিল, তুরস্কের টিভি সিরিজে! মোহাম্মদ আমিরের মাথায় কিছুতেই যেন ঢুকছিল না ব্যাপারটা। প্রশ্ন করেই বসলেন-ভাই, এটা কি তুমি?
ঘটনাটা পরিষ্কার করা যাক। আসলে তুর্কি টিভি সিরিজ ‘দিরিলিস: এরতুগরল’-এর একটি পর্ব দেখছিলেন আমির। সে পর্বে শুশ্রুমণ্ডিত অভিনেতা কাভিত সেতিন গুনেরকে একদমই বিরাট কোহলির মতো লাগছিল।
আমির সেই ছবিটা তুলে নিতে ভুল করেননি। পরে সেটা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ারও করেন। ভারতীয় অধিনায়ককে ট্যাগ করে পাকিস্তানি এই পেসার প্রশ্ন করেন-‘ভাই, এটা কি তুমি? আমি বিভ্রান্ত।’
আসলে আমির মজা করেই এমন কথা লিখেছেন। তার এই পোস্ট দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ। আসলেই তো কোহলির মতোই দেখতে লাগছে অভিনেতা কাভিত সেতিনকে। চেহারায় কত্ত মিল!
মাঠে শত্রু হলে ব্যক্তি জীবনে আমির আর কোহলির মধ্যে সম্পর্কটা দারুণ। আমিরকে এশিয়া কাপে একটি ব্যাটও উপহার দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক। বোঝাই যাচ্ছে, মাঠের লড়াইটা মাঠের মধ্যেই রাখতে পছন্দ করেন তারা।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ১০:৪৪ অপরাহ্ণ | শনিবার, ১৬ মে ২০২০
swapnochash24.com | sopnochas24