• রবিবার ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    ‘অষ্টম সপ্তাহের তুলনায় আক্রান্ত বেড়েছে তিনগুণ, মৃত্যু দ্বিগুণ’

    স্বপ্নচাষ ডেস্ক

    ১৪ মে ২০২০ ৫:২৬ অপরাহ্ণ

    ‘অষ্টম সপ্তাহের তুলনায় আক্রান্ত বেড়েছে তিনগুণ, মৃত্যু দ্বিগুণ’

    ফাইল ছবি

    ** অষ্টম সপ্তাহে আক্রান্ত ৩৯৭২, মৃত্যু ৩৫
    ** নবম সপ্তাহে আক্রান্ত ৪৯৮০, মৃত্যু ৩৯
    ** দশম সপ্তাহে আক্রান্ত ৮০৯৩, মৃত্যু ৬৯

    গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের পর বর্তমানে দশম সপ্তাহ চলছে। দশম সপ্তাহের মেয়াদকাল ১০ থেকে ১৬ মে পর্যন্ত। অর্থাৎ এ সপ্তাহ শেষ হতে এখনও দু’দিন বাকি।

    অষ্টম সপ্তাহের তুলনায় দশম সপ্তাহের এখনও দু’দিন বাকি থাকতেই আক্রান্ত বেড়েছে প্রায় তিনগুণ ও মৃত্যু বেড়েছে প্রায় ‍দ্বিগুণ।

    সুস্থতার পরিমাণও বেড়েছে কয়েক গুণ। তবে অষ্টম সপ্তাহে যেভাবে সুস্থতা নির্ধারণ করা হতো, এখন সেখানে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

    বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে অষ্টম, নবম ও দশম সপ্তাহের করোনায় আক্রান্ত, সুস্থ ও মৃত্যুর তুলনামূলক তথ্য উল্লেখ করে এসব কথা জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

    তিনি বলেন, ‘আমাদের অষ্টম সপ্তাহ ছিল ২৬ এপ্রিল থেকে ২ মে। সেখানে আমাদের শনাক্ত ছিল ৩ হাজার ৭৯২ জন। সেই সপ্তাহে সুস্থ হয়েছিল ৬৪ জন এবং মৃত্যুবরণ করেছিল ৩৫ জন। নবম সপ্তাহে (৩ থেকে ৯ মে) সে সময় আমাদের মোট শনাক্ত হয়েছিল ৪ হাজার ৯৮০ জন। সুস্থ হয়েছিলেন ২ হাজার ৩৩৭ জন। ওই সপ্তাহে মৃত্যুবরণ করেছিলেন ৩৯ জন। দশম সপ্তাহ শেষ হতে আমাদের এখনও দু’দিন বাকি। ১৪ মে পর্যন্ত শনাক্ত হয়েছে ৮ হাজার ৯৩ জন। এ সপ্তাহে সুস্থ হয়েছে ১ হাজার ১৮৯ জন। ১৪ মে পর্যন্ত মৃত্যুবরণ করল ৬৯ জন।’

    তিনি জানান, করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে ২৮৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও এক হাজার ৪১ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৮৬৩ জনে।

    স্বপ্নচাষ/এসএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ৫:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মে ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০৩১  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।