এক নারীর মাথায় দশ পরিবারের টেনশন
১ম বন্ধু: জানিস, বাংলাদেশের বিবাহিত নারীরা একসঙ্গে দশ পরিবারের টেনশন মাথায় নিয়ে চলে।
২য় বন্ধু: সেই পরিবারগুলো কার কার?
১ম বন্ধু: একটি নিজের পরিবার, একটি তার পিতার পরিবার, একটি প্রিয় বান্ধবীর পরিবার, দুইটি নিকটতম প্রতিবেশীর পরিবার। আর বাকি পাঁচটি ভারতীয় টিভি সিরিয়ালের বউদের নিজ নিজ শাশুড়িদের নিয়ে টেনশন।
****
পার্টিতে গিয়ে স্ত্রীকে মারার হুমকি
কুখ্যাত সন্ত্রাসী জামাল এক পার্টিতে গিয়ে দেখলো তার স্ত্রী এক স্মার্ট ছেলের সঙ্গে গল্প করছে-
জামাল: বাসায় চল জলদি, তোমার ঘায়ে মলম দিতে হবে।
স্ত্রী: কিন্তু আমার তো কোনো ঘা নেই শরীরে!
জামাল: আমরা বাসায়ও তো পৌঁছাইনি এখনো!
****
মানুষ বিয়ে করে কেন?
স্ত্রী: ভালোবাসা যদি অন্ধ হয়, তাহলে মানুষের কাছে বিয়েটা কী?
স্বামী: ভালোবাসা অন্ধ। আর সেই অন্ধ চোখের অপারেশন পর্বের নাম হচ্ছে বিয়ে।
স্ত্রী: তবে মানুষ বিয়ে না করলেই পারতো।
স্বামী: অন্ধ ব্যক্তির হাঁটা-চলার জন্যও তো একটা লাঠি দরকার।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |