স্বপ্ন দেখে বান্ধবীকে বকাঝকা
খুব ভোরে বান্ধবীকে ফোন করে কান ঝালাপালা করে ফেলল মাধবী। তার চিৎকারে সুন্দরী হিসেবে খ্যাত মলির কান ফেটে যাওয়ার পালা-
মলি: ঘটনা কি? আগে খুইলা ক দেখি!
মাধবী: ঘটনা আবার কি! স্বপ্নে দেখলাম, আমার জামাই তোর লগে ঘুইরা বেড়াইতাছে। হাতে হাত ধরাধরি কইরা!
মলি: আরে, এটা তো তোর স্বপ্নের ব্যাপার। এ নিয়া এত…
মাধবী: আমার স্বপ্নেই এসব দেখলাম। তার নিজের দেখা স্বপ্নে না জানি কী কী দেখে। আমার এখন কী হবে। তোর একটুও খারাপ লাগলো না…
****
পুরোনো ধাঁচের রোগ রয়েছে
জামান সাহেবকে অনেকক্ষণ ধরে উল্টে-পাল্টে পরীক্ষা করে কপালে ভাঁজ পড়ে গেল চিকিৎসকের-
চিকিৎসক: এমন কোনো পুরোনো ধাঁচের রোগ রয়েছে, যা ধরা যাচ্ছে না। আপনার কী মনে হয় যে, কোনো কিছু ভেতর থেকে ধীরে ধীরে গ্রাস করছে। আপনাকে শেষ করে দিচ্ছে?
জামান: স্যার, আস্তে বলেন। দরজার পাশেই আছে কিন্তু সে!
****
মুরুব্বিরা যদি এমন করো
বাস কন্ডাক্টর: লেডিস সিটে বসছো কেন আঙ্কেল? তোমরা তরুণরা যদি এমন করো…
পিন্টু: ফেসবুকে লিজা নামের যে মেয়ের সঙ্গে রসালো চ্যাট করছো গত একমাস ধরে। সেটা কিন্তু মামা আমি। তোমরা মুরুব্বিরা যদি এই বয়সে এমন করো…
এই শক সামলাতে পারলো না কন্ডাক্টর, মাথা ঘুরে পড়ে গেল…
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৭:৫৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৯ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |