• শুক্রবার ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    ‘আপাতত শ্বশুরবাড়ি বেড়ানো বন্ধ রাখুন’

    স্বপ্নচাষ ডেস্ক

    ২২ মে ২০২০ ৩:৪৩ পূর্বাহ্ণ

    ‘আপাতত শ্বশুরবাড়ি বেড়ানো বন্ধ রাখুন’

    ফাইল ছবি

    আপাতত শ্বশুরবাড়ি ও আত্মীয়দের বাড়ি যাওয়া বন্ধ রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা নিজেরা সুরক্ষিত থাকেন এবং পাশের মানুষকে সুরক্ষিত রাখেন। কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় অকারণে ছোটাছুটি করবেন না। আপাতত শ্বশুরবাড়ি ও আত্মীয়দের বাড়ি যাওয়া বন্ধ রাখুন।

    রোববার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। বরিশাল ও খুলনা দুই বিভাগের মোট ১৪টি জেলার সঙ্গে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

    শেখ হাসিনা বলেন, যে নির্দেশনাগুলো দিয়েছি এবং স্বাস্থ্য অধিদফতর থেকে যেসব নির্দেশনা দেয়া হয়েছে তা মেনে চলুন। এই নির্দেশনাগুলো মেনে চললে নিজে যেমন ভালো থাকবেন, অপরকেও ভালো রাখতে পারবেন। আপনার দায়িত্ব নিজের জন্য যেমন আছে, অন্যের প্রতিও তেমনি আছে। একথা সবাইকে মনে রাখতে হবে। সবারই বেঁচে থাকার অধিকার রয়েছে। প্রত্যেকেই যার যার এলাকা সুরক্ষিত রাখুন।

    তিনি আরও বলেন, হঠাৎ করে বাইরে থেকে কাউকে এলাকায় ঢুকতে দেবেন না। কারণ আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে তারা করোনাভাইরাস ছড়াচ্ছে। এজন্য আপনার এলাকা সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার। অন্তত কিছুদিন আপনার এলাকাকে সুরক্ষিত রাখুন।

    প্রধানমন্ত্রী বলেন, কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় অকারণে ছোটাছুটি করবেন না। এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত বন্ধ রেখে আমরা যেন এই অবস্থার উত্তরণ ঘটাতে পারি, সে বিষয়ে সবাই সহযোগিতা করুন। আমরা বিজয়ী জাতি, করোনাভাইরাস থেকেও আমরা দেশকে সুরক্ষিত করতে পারবো। মানুষকে সুরক্ষিত রাখতে পারব।

    স্বপ্নচাষ/আরএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ৩:৪৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ মে ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।