• বুধবার ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    আমের দাম নির্ধারণের দাবি রাজশাহীর চাষিদের

    স্বপ্নচাষ ডেস্ক

    ১৯ মে ২০২০ ২:৫৫ পূর্বাহ্ণ

    আমের দাম নির্ধারণের দাবি রাজশাহীর চাষিদের

    গত কয়েক বছরের মধ্যে এবার আমের উৎপাদন কম হওয়ার আশঙ্কা আগে থেকেই ছিল। করোনা-দুর্যোগ আম চাষিদের আরো শঙ্কায় ফেলে দিয়েছে। আমের ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। এ অবস্থায় আমের দাম নির্ধারণ করে দেওয়ার দাবি করছেন আম চাষি ও ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, বড় বড় জুস কম্পানিকে নির্ধারিত দামে বাজার থেকে আম কেনার ব্যবস্থা নিতে হবে।

    রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের আম চাষিরা বলছেন, ২০১৮ সালে রোজার মধ্যে অধিকাংশ জাতের আম পাকতে শুরু করায় গাছেই নষ্ট হয় শত শত টন আম। বাজারে দাম না পেয়ে হতাশ চাষিরা গাছ থেকে আম না পাড়ায় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েন। সেবার আমের উৎপাদনও হয়েছিল রেকর্ড পরিমাণ। কিন্তু এবার আমের ফলন কম হবে আবার রোজাও থাকছে না আম পাড়ার সময়। এর পরও ন্যায্য দাম পাওয়া নিয়ে আশঙ্কা তৈরি করেছে করোনা পরিস্থিতি।

    রাজশাহীর বাঘা উপজেলার আম চাষি সাইফুল ইসলাম বলেন, ‘করোনা আতঙ্কে যদি বাজারে মানুষ নামতে না পারে, তাহলে পাইকাররাও আসতে পারবেন না। তখন আমের বাজার একেবারেই পড়ে যাবে। এবার শুরুতেই আমের বাজার খারাপ। এর ওপর আমের ফলনও ভালো হয়নি।’ তিনি বলেন, ‘পাইকাররা বাজারে নামতে না পারলে আমরা বড় ক্ষতির মুখে পড়ব। পাইকারদের যেকোনো উপায়ে বাজারে আসতে দিতে হবে।’

    সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘এর আগে যখনই কোনো সংকট তৈরি হয়েছে তখন বড় বড় আমের পাইকার (জুস কম্পানি, আচার কম্পানি) আমের ন্যায্য দাম দেয়নি, বরং চাষিদের জিম্মি করে স্বল্প দামে আম কিনেছে। এই অবস্থায় আমের দাম বেঁধে দিয়ে তাদের বাজারে নামতে বাধ্য করতে হবে।’

    দুর্গাপুরের আম চাষি আলতাফ হোসেন বলেন, ‘চাষিদের সঙ্গে আলোচনা করে সরকার যদি আমের দাম নির্ধারণ করে দেয়, তাহলে আমাদের উপকার হবে। না হলে এবার আমের ন্যায্য দাম না পাওয়ার ব্যাপক শঙ্কা রয়েছে।’

    তিনি বলেন, গুটিজাতের আম এখন রাজশাহীতে বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা মণ। সেই আম ঢাকায় পাঠিয়ে দাম পাওয়া যাচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকা। ফলে ঢাকায়ও আমের বাজার এবার অনেক কম।

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আম চাষি ও সাবেক উপসহকারী কৃষি কর্মকর্তা মজিবুর রহমান বলেন, আমের উৎপাদন খরচ হিসাব করে দাম নির্ধারণ করলে চাষিদের কিছুটা লাভ হতে পারে।

    ম্যাংগো ফাউন্ডেশনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এবং আম ব্যবসায়ী আব্দুল কাইউম ও আকতার হোসেন বলেন, ধান কাটা ও সংগ্রহে সরকার যেভাবে কম্বাইন্ড হারভেস্টর মেশিন ভর্তুকিতে দিচ্ছে, সেভাবে ক্ষতিগ্রস্ত আম চাষি ও বাগান মালিকদেরও ভর্তুকি দেওয়া উচিত। দাম নির্ধারণ করে দিলে আম কেনার নিশ্চয়তার বিষয়টিও মাথায় রাখতে হবে। পাইকাররা না কিনলে সরকারের দাম নির্ধারণের পর চাষিরা পড়বেন আরো বিপাকে। কারণ আম অত্যন্ত স্পর্শকাতর (সেনসিটিভ) ফল। বাজারজাত করতে নানা জটিলতাসহ মিজ পোকার আক্রমণ, খরা ও অতিবৃষ্টি, ঝড়, শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয় আমের।

    রাজশাহীতে এবার ১৭ হাজার ৫৭৩ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৯ হাজার ৭৮ মেট্রিক টন। এটি রেকর্ড লক্ষ্যমাত্রা হলেও চাষিরা বলছেন, এবার গতবারের চেয়ে উৎপাদন অনেকটা কম হবে। গত বছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল দুই লাখ ১৩ হাজার ৪২৬ মেট্রিক টন। সেখানে আম উৎপাদিত হয় দুই লাখ ৩৯ হাজার ৭৮ মেট্রিক টন। ফলে গত বছরের অর্জনটিকেই এ বছরের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

    চাঁপাইনবাবগঞ্জে এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ ৪০ হাজার মেট্রিক টন। আম আবাদ হয়েছে প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে। তবে এ জেলায় মুকুল আসার সময় অকালবৃষ্টি হওয়ায় ফলন অনেক কমে যাওয়ার কথা বলছেন চাষিরা।

    রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল আলীম কালের কণ্ঠকে বলেন, ‘হেক্টরপ্রতি গড়ে ১৫ দশমিক ৫৮ মেট্রিক টন হারে আম উৎপাদিত হবে বলে এবারও আশা করা হচ্ছে। সেই হিসাবে এবার আমের উৎপাদন গতবারের চেয়ে অনেক বেশি হতে পারে। তবে এবার অফ সিজন। সে ক্ষেত্রে ফলন কিছুটা কম হতে পারে।’

    স্বপ্নচাষ/আরএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ২:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।