আল্লামা নুরুল ইসলাম হাশেমী (৯৩) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ভোর ৫ টায় আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে আইসিইউতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে চট্টগ্রামসহ দেশজুড়ে আলেম-ওলামাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে পৃথক বিবৃতিতে গভীর শোক ও শ্রদ্ধা এবং শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, সাবেক মেয়র যথাক্রমে মাহমুদুল ইসলাম চৌধুরী, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, মনজুর আলম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম নাগরিক উদ্যোগ আহ্বায়ক রিয়াজ হায়দার চৌধুরী ও সদস্য সচিব শেখ মুজিব আহমদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৯:৪৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ জুন ২০২০
swapnochash24.com | sopnochas24