আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস
ধরেন আপনি আপনার সন্তানকে উচ্চশিক্ষিত করলেন, আপনার যখন বয়স হলো তখন আপনার স্থান আপনার সন্তানের সাথে না হয়ে বৃদ্ধাশ্রমে হল।
আবার ধরেন আপনার সন্তান অশিক্ষিত হল। আপনার যখন বয়স হলো তখন আপনার এই অশিক্ষিত সন্তানই আপনাকে নিজের কাছে আগলে রাখল ( বৃদ্ধাশ্রমে নয় )।
তাহলে শেষ বয়সে এসে আপনি কি বুঝলেন?! কোনটা বেশি জরুরি হলো?? শিক্ষিত, না মানবিকতা-দায়িত্ববোধ-ভালোবাসাবোধ??
আসেন আমরা আমাদের পরিবারের সদস্যদের, আমাদের সন্তানদের প্রথম থেকেই উচ্চ শিক্ষার প্রতি যতটা গুরুত্ব দেয় তার চেয়ে বেশি মানবিকতার, দায়িত্ববোধ, ভালোবাসার প্রতি বেশি গুরুত্ব দিয়ে শিক্ষিত করি।
শুধু একা ভাল থেকে নয়, সবাইকে নিয়ে- সবার মাঝে ভালোবাসাটা/ ভালো থাকাটা ভাগ করে একসাথে ভালো থাকি।
বি.দ্র.- অনুগ্রহ করে আপনারা কেউ ভুল করেও ভাববেন না যে আমি সবাইকে অশিক্ষিত হতে বলছি। সবাইকে অবশ্যই হতে হবে শিক্ষিত। সবচেয়ে বেশি জরুরি মানবিকতা হওয়া।
#আসুন আমরা #মানবিক হই।
(ফেসবুক থেকে সংগৃহীত)
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১১:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০
swapnochash24.com | Anaet Karim
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |