সংগৃহীত ছবি
তুরস্কে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা এখন ৮৬ হাজার ৩০৬ জন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা আজ রোববার এই তথ্য দিয়েছেন। সেই হিসাবে ইউরোপ-আমেরিকার বাইরে তুরস্কেই সবচেয়ে বেশি মানুষ এখন করোনায় আক্রান্ত। চীনে আক্রান্তের সংখ্যাটা ৮২ হাজারের বেশি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে তুর্কি স্বাস্থ্যমন্ত্রীর বরাতে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, তুরস্কে ড়ত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৭৭ জন। আর এর মধ্য দিয়েই তুরস্ক আক্রান্তের দিক দিয়ে করোনার উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে যায়।
তুর্কি স্বাস্থ্যমন্ত্রী কোকা বলেন, গত একদিনে আরও ১২৭ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। এ নিয়ে সরকারি হিসাবে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা এখন ২ হাজার ১৭ জন। তবে আক্রান্ত ৮৬ হাজারের বেশি কোভিড-১৯ রোগীর মধ্যে ১১ হাজার ৯৭৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন বলে জানান তিনি।
গত ২৪ ঘণ্টায় তুরস্কে ৩৫ হাজার ৩৪৪ জন সন্দেহভাজন রোগীর করোনা পরীক্ষা করা হয় বলে জানান তুর্কি স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া দেশটিতে করোনায় আক্রান্ত ২ হাজারের বেশি রোগীর অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে অনেকের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, ইউরোপ-এশিয়ার মাঝামাঝি অবস্থিত মধ্যপ্রাচ্যের দেশ তুরস্কে গত ১০ মার্চ প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত করা হয়। কিন্তু তারপর থেকেই দেশটিতে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বাড়তে শুরু করে। বিশ্বে আক্রান্তের সংখ্যায় তুর্কির অবস্থান সপ্তম। ইতোমধ্যে দেশটি ৬ লাখ ৩৪ হাজার জনের করোনা পরীক্ষা করেছে।
সপ্ন চাষ/আর এস
বাংলাদেশ সময়: ৩:২০ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |