করোনায় বিরামহীনভাবে স্বাস্থ্যসেবা দিচ্ছে সারাদেশের স্বাস্থ্যসেবার সাথে সংশ্লিষ্ট ডাক্তার,নাস,স্বাস্থ্যকর্মীরা।
সারাদেশের ন্যায় বেলকুচিতেও থেমে নেই স্বাস্থ্যকর্মীদের কমযজ্ঞ। দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে নমুনা সংগ্রহ ও স্বাস্থ্য সেবা দিচ্ছেন বেলকুচির স্বাস্থ্যকর্মীরা ।
(২৭ মে) বুধবার বেলকুচি উপজেলা থেকে মোট ১৬ টি নমুনা সংগ্রহ করা হয় ।
সন্দেহজনক ভাবে উপসর্গ দেখা দিলে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিম আজ নমুনা সংগ্রহ করেন ।
ইদের আনন্দ পাশ কাটিয়ে দিনের পর দিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা । পরিবার পরিজনের মায়া ত্যাগ করে এই ক্রাইসিস মুহূর্তে তাঁরা মানবতার যে দৃষ্টান্ত স্থাপন করছে বাঙালি জাতি মনে রাখবে চিরকাল। তাদের ত্যাগ ও অবদান নিঃসন্দেহে অভিবাদন পাওয়ার যোগ্য।
এসময় উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মোঃ হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নমুনা কালেকশন টিমঃ মোঃ নজরুল ইসলাম (এমটি-ইপিআই), মোঃ ইসমাঈল হোসেন, হাফিজুর রহমান ও রুবেল রানা (সিএইচসিপি)।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৭:২৩ অপরাহ্ণ | বুধবার, ২৭ মে ২০২০
swapnochash24.com | Anaet Karim