ফাইল ছবি
ঈদের আগেই প্রাথমিকের প্রায় ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তির সঙ্গে পোশাক কেনার টাকাও পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
রোজার ঈদের আগে উপবৃত্তির সঙ্গে পোশাক কেনার এ টাকার বিষয়টিকে শিক্ষার্থীদের অভিভাবকরা প্রধানমন্ত্রীর উপহার হিসেবেই মনে করছেন। অধিকাংশ অভিভাবক বঙ্গকন্যার এই মহানুভবতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
করোনা ভাইরাসের সংকটের কারণে ঈদের আগেই পরপর ৯ মাসের টাকা পাবে শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রথমবারের মতো প্রাথমিকের একেকজন শিক্ষার্থী জামা, জুতা ও ব্যাগ কেনার জন্য ১ হাজার করে টাকা পাবে। এ জন্য এ সংক্রান্ত প্রকল্পের মেয়াদ দেড় বছর বাড়ানো হয়েছে।
এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে কাজ শুরু করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন ‘প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান’ প্রকল্পের পরিচালক মো. ইউসুফ আলী মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন বলেও নিশ্চিত করেছেন তিনি।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১:৪২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২০
swapnochash24.com | sopnochas24