• শুক্রবার ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    ঈদের কেনাকাটায় রাজশাহী শহরে আসছেন মানুষ

    স্বপ্নচাষ ডেস্ক

    ১৩ মে ২০২০ ৫:০৭ পূর্বাহ্ণ

    ঈদের কেনাকাটায় রাজশাহী শহরে আসছেন মানুষ

    করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও গ্রামে থেকে ঈদের কেনাকাটা করতে রাজশাহী শহরে আসছেন মানুষ। গণপরিবহন বন্ধ থাকলেও বিভিন্ন উপজেলার সঙ্গে অটোরিকশায় যোগাযোগ স্বাভাবিক থাকায় তারা সহজেই শহরে ঢুকছেন। এতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কেননা, রাজশাহীতে এ পর্যন্ত শনাক্ত হওয়া ১৭ জনের সবার বাড়ি বিভিন্ন উপজেলায়।

    সরকারি সিদ্ধান্তে গত রোববার থেকে সীমিত পরিসরে খুলছে দোকানপাট ও শপিংমল। তবে দেশের বিভিন্ন স্থানেই দোকানপাট না খোলার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী নেতাদের সঙ্গে সভা করে দোকানপাট-মার্কেট বন্ধ থাকুক, এমন মত দিয়েছেন রাজশাহীর সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। কিন্তু তবুও এ শহরের কোনো কোনো ব্যবসায়ী দোকান খুলছেন। সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই তারা বেচাবিক্রি করছেন।

    এদিকে জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহী শহরে ফুটপাতে কোনো ব্যবসায়ী, হকার বা ফেরিওয়ালা বসতে পারবেন না। কিন্তু পুলিশ-প্রশাসনের সামনেই নগরীর সাহেববাজার এলাকায় রাস্তার দু’পাশে ফুটপাতে বসছেন হকার, ফেরিওয়ালা, শাড়ি-লুঙ্গি বিক্রেতা, তালা-চাবি-ছাতা মেরামতকারী এবং বেল্ট বিক্রেতারা। স্বাস্থ্যবিধি না মেনেই তারা বেচাকেনায় মেতে উঠেছেন।

    মঙ্গলবার সকালে সাহেববাজার এলাকায় গিয়ে দেখা যায়, আরডিএ মার্কেটের প্রধান ফটক বন্ধ। কিন্তু মূল ভবনের পাশে থাকা কাপড়ের দোকানগুলো থেকে পোশাক বিক্রি করা হচ্ছে। এ জন্য আরডিএ মার্কেটের পাশের সবগুলো গলিতে মানুষের প্রচণ্ড ভিড়। এসব গলির ওপরেও বিক্রি হচ্ছে প্রয়োজনীয় নানা জিনিসপত্র।

    সকালে সাহেববাজার কাপড়পট্টিতে গিয়ে দেখা যায়, দোকানের সাটার নামানো। তবে দোকানের সামনে একজন করে কর্মচারী দাঁড়িয়ে। কেউ সেদিকে গেলেই ওই কর্মচারী জানতে চাচ্ছেন কী লাগবে। তারপর সাটার তুলে ঢুকিয়ে দিচ্ছেন দোকানে। এরপর আবারও সাটার নামিয়ে দেয়া হচ্ছে। কেনাকাটা শেষ হলে আবারও সাটার তুলে ক্রেতাকে বের করে দেয়া হচ্ছে।

    এভাবে কসমেটিকস, ক্রোকারিজসহ অন্যান্য দোকানেও বিক্রি করা হচ্ছে। সাহেববাজারের মেসার্স করিম অ্যান্ড সন্স নামের একটি কসমেটিকসের দোকানের সাটার তুলে তিন তরুণীকে বের হতে দেখা যায়। এরপর সাটার তুলে ভেতরে ঢুকে দেখা যায়, ছোট্ট দোকানটির ভেতর ১০ জন তরুণী ও নারী। গায়ের সঙ্গে গা লাগিয়ে তারা কসমেটিকস সামগ্রীর দর-দাম করছিলেন। কর্মচারী ছিলেন আরও দুইজন। আর বাইরে দাঁড়িয়ে ছিলেন কর্মচারী জামাল হোসেন।

    এভাবে ক্রেতা ঢোকানোর বিষয়ে জানতে চাইলে কর্মচারী জামাল বললেন, সবাই তো পোটলা (ত্রাণ) নিতে পারবে না। কিন্তু পেট তো আছে। তাই দোকানটা এভাবেই খুলে মালামাল বিক্রি করা হচ্ছে।

    কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সাটার তুলে একটি দোকানে ঢোকার পর সেখানেই কেনাকাটা করতে হচ্ছে। এতে বিক্রেতারা সবকিছুর অস্বাভাবিক দাম নিচ্ছেন। কিন্তু বার বার এভাবে সাটার তুলে অন্য দোকানে যাওয়া যাচ্ছে না বলে বেশি দাম দিয়েই পণ্য কিনতে হচ্ছে।

    এদিকে নগরীর আরডিএ মার্কেট বন্ধ। তাই ভেতরের রাজু ট্রেডার্স নামে একটি ক্রোকারিজের দোকানও বন্ধ। কিন্তু আরডিএ মার্কেটের সামনে দাঁড়িয়ে দোকানটির কর্মচারী সোহেল পথচারীদের কাছে জানতে চাইছিলেন কী লাগবে। দোকান কোথায় জানতে চাইলে তিনি বলেন, দোকান মার্কেটের ভেতর। মার্কেট বন্ধ বলে পাশের একটি গলির ওপর মালামাল বের করে রাখা হয়েছে। কিছু প্রয়োজন হলে তিনি সেখানে নিয়ে যাবেন।

    সাহেববাজার এলাকায় ফুটপাতে শাড়ি-লুঙ্গি বিক্রি করছিলেন মানিক আলী। ফুটপাতে পসরা সাজানো নিষেধ তা জানেন কি না জানতে চাইলে মানিক জানালেন তিনি জানেন। তাহলে কেন বসেছেন জানতে চাইলে মানিক বলেন, কী করব বলেন? এখন ঈদের বাজার। না বসলে হয়?

    সাহেববাজার এলাকায় কথা হয় মোহনপুরের মৌগাছি থেকে আসা গৃহবধূ তাহমিনা খাতুনের সাথে। তিনি জানান, অটোরিকশায় চড়ে বিনাবাধায় তিনি শহরে এসেছেন ঈদের কেনাকাটা করতে। তাহমিনা বলেন, বছরে ঈদ তো দুইটাই, ছেলে-মেয়েকে পোশাক-আশাক না কিনে দিলে হয়!

    দোকানিরা জানিয়েছেন, শহরের বাসিন্দারা খুব কমই কেনাকাটা করতে আসছেন। এখন যারা কেনাকাটা করছেন তারা গ্রাম থেকে আসছেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, শহরের অভিজাত পোশাকের শো-রুমগুলোও খুলছে। শহরের অনেক তরুণ-তরুণী সেসব শো-রুমে যাচ্ছেন কেনাকাটা করতে।

    রাজশাহীর নিউমার্কেটের একটি গার্মেন্টের দোকানের মালিক জানান, তিনি নিজে একবার ‘ডিমান্ড’ নামে শহরের একটি শো-রুম থেকে পোশাক কিনেছিলেন। তখন তার মোবাইল নম্ববরটি নিয়ে রাখা হয়েছিল। মঙ্গলবার তাকে ওই শো-রুম থেকে এসএমএস দিয়ে জানানো হয়েছে, শো-রুম খোলা আছে। প্রয়োজনে যে কোনো পোশাক কিনতে তিনি সেখানে যেতে পারেন। নিউমার্কেটের ওই ব্যবসায়ী বলেন, নিউমার্কেটে আমাদের দোকান বন্ধ। কিন্তু শো-রুম তো খোলা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

    রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকান্দার আলী বলেন, যেহেতু এ শহরের জনপ্রতিনিধিরা দোকান বন্ধ রাখার পক্ষে মত দিয়েছেন তাই আমরাও এর পক্ষে। আমাদের প্রতি ব্যবসায়ীদের চাপ থাকলেও ব্যবসায়ীদের দোকান না খোলার জন্য অনুরোধ জানানো হয়েছে। এরপরও এটা অমান্য করে যদি কেউ দোকান খোলেন তাহলে তার নিজ দায়িত্বেই খুলতে হবে।

    জেলা প্রশাসক হামিদুল হক বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করাটা খুব জরুরি। কোথাও স্বাস্থ্যবিধি লঙ্ঘন হলে তারা ব্যবস্থা নেবেন।

    স্বপ্নচাষ/আরএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ৫:০৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।