ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন আহম্মদ আলী মোল্লা
করোনা পরিস্থিতিতে নিঃস্ব, দুস্থ, কর্মহীন ও অসহায় হয়ে পড়া নাটোরের গুরুদাসপুরে অসহায় পাঁচ শতাধিক মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সোমবার দ্বিতীয় ধাপে তাদের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী উপহার হিসেবে তুলে দেন তিনি।
সকালে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ধারাবারিষা স্কুল মাঠে ওই এলাকার প্রায় ৫০০ জন হত দরিদ্র, অসহায় মানুষের মাঝে ওই উপহার বিতরণ করেন আওয়ামী লীগ নেতা আহম্মদ আলী মোল্লা। প্রতিটি খাবারের প্যাকেটে রয়েছে চাল, ডাল, আটা, চিনি, সেমাই, লাচ্ছা, দুধ, আলু, পেঁয়াজ ও সাবান।
এসময় উপস্থিত ছিলেন- পৌর যুবলীগের সভাপতি আবু তাহের সোনার, কাছিকাটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদুর রহমানসহ প্রমুখ।
এর আগে, করোনাভাইরাস প্রতিরোধে ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে নিজের ২ বিঘা জমি অন্যের কাছে বন্ধকে রেখে নাটোরের (গুরুদাসপুর-বড়াইগ্রাম) অসহায় ১ হাজার পরিবারের মাঝেও ঈদ সামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগ নেতা আহম্মদ আলী মোল্লা।
এছাড়া গত শনিবার গুরুদাসপুর উপজেলায় তৃতীয় লিঙ্গের মানুষের মাঝেও খাদ্য সামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন তিনি।
যতদিন করোনাভাইরাস ও লকডাউন থাকবে ততদিন অসহায়দের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্রকর্মী হিসেবেই তার এই প্রচেষ্টা।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৪:২৪ অপরাহ্ণ | সোমবার, ১৮ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |