সাংসদ শিবলী সাদিক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুর-৬ (হাকিমপুর-বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন আসনটির সংসদ সদস্য শিবলী সাদিক।
ঈদের দিন (সোমবার) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিজ আসনের জনগণের প্রতি এ শুভেচ্ছা ও ভালোবাসা জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বারতা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের কারণে এ বছর ভিন্ন পরিস্থিতির মধ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। নিজ ও নিজের পরিবার এবং বৃহৎ জনস্বার্থে সরকারি নির্দেশনা মেনে ঈদ উদযাপনের আহ্বান জানাই।
তিনি আরও বলেন, নতুন পোশাক ছাড়াও ঈদ হবে। কিন্তু পরিবারের কারো করোনা হলে কারোই ঈদ হবে না। তাই ঘরেই ঈদ উদযাপন করুন। সুস্থ ও নিরাপদ থাকুন।
একইসঙ্গে মহা খুশির ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুর-৬ (হাকিমপুর-বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনসহ দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদ মোবারক জানান সংসদ সদস্য শিবলী সাদিক।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ মে ২০২০
swapnochash24.com | sopnochas24