উমাইর নূর রায়হান (সংগৃহীত ছবি)
পাবনার ঈশ্বরদী উপজেলায় পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক উমাইর নূর রায়হান (২২) গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের নতুন রূপপুর কেন্দ্রীয় গোরস্তানসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা উমাইর নূর রায়হান উপজেলার নতুন রূপপুরের ফজলুল হকের ছেলে।
পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিমুল জানান, রাত সাড়ে ৯টার দিকে রায়হান পারিবারিক জরুরি কাজে মোটরসাইকেলে পাকশী পুলিশ ফাঁড়িতে যাচ্ছিলেন।
তিনি পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিরাজ হাসানকে সঙ্গে নেয়ার জন্য তার বাড়ির সামনে যান। সেখানে মোটরসাইকেল থামিয়ে মিরাজের সঙ্গে ফোনে কথার বলার সময় অপর মোটরসাইকেলে অজ্ঞাত দুর্বৃত্তরা এসে রায়হানের পেছনে কোমরের নিচে গুলি করে পালিয়ে যায়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই বিকাশ চক্রবর্তী জানান, গুলিবিদ্ধ অবস্থায় রায়হান মোটরসাইকেল চালিয়ে ফাঁড়িতে আসেন। সেখান থেকে পুলিশের গাড়িতে করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে যাওয়া হয়। তার শরীরে একটি গুলির চিহ্ন রয়েছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, গুলিবিদ্ধ উমাইর নূর রায়হানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলি করার কারণ অনুসন্ধান ও দুর্বৃত্তদের আটক করার চেষ্টা চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৯:০৭ পূর্বাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim