প্রতীকী ছবি
১। কে সর্বপ্রথম মাকড়সার জাল বোনার ধাপ পর্যবেক্ষণ করেছিলেন?
—হ্যান্স পিটার্স।
২। কাজ করার সামর্থ্যকে কী বলে?
—শক্তি।
৩। সিনেমাস্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
—অবতল।
৪। মস্তিষ্কে ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কী রোগ হয়?
—পারকিনসন।
৫। রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?
—অক্সিজেন পরিবহন করা।
৬। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী?
—ট্যাকোমিটার।
৭। পরমাণু চার্জনিরপেক্ষ হয় কখন?
—ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান হলে।
৮। মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন?
—৭৩ ভাগ।
৯. আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?
—৩৩।
১০। লেজার রশ্মি কে আবিষ্কার করেন?
—হ্যারল্ড মাইম্যান।
১১। স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয়?
—নাইট্রিক এসিড।
১২। উদ্ভিদের রাইবোসোমের সর্বাধিক ব্যাস কত?
—১৬০ অড়
১৩। ভার্নিয়ার স্কেল দিয়ে সর্বনিম্ন কত একক পর্যন্ত মাপা যায়?
—মিলিমিটার।
১৪। কালাজ্বর পরজীবীর জীবনচক্রে পর্যায় আছে—
—দুইটি।
১৫। পর্যায় সারণির মূল ভিত্তি হচ্ছে—
—ইলেকট্রন বিন্যাস।
১৬। মানবদেহে পিত্ত উৎপন্ন হয়—
—যকৃতে।
১৭। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়?
—কালো।
১৮। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কী বলে?
—দর্পণ।
১৯। CNG-এর পূর্ণ রূপ কী?
—Compressed Natural Gas.
২০। পেনিসিলিয়াম আবিষ্কার করেন কে?
—আলেকজান্ডার ফ্লেমিং।
সূত্র : কালের কণ্ঠ।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৫:০৭ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim