• শনিবার ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    একসঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছে মা-ছেলে

    স্বপ্নচাষ ডেস্ক

    ৩০ নভেম্বর ২০২২ ১২:০৬ অপরাহ্ণ

    একসঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছে মা-ছেলে

    এসএসসি পরীক্ষায় এক সঙ্গে অংশ নিয়ে পাস করেছে মা-ছেলে। ছবিঃ সংগ্রহিত

     

     

    চলতি বছরের এসএসসি পরীক্ষায় একসঙ্গে অংশ নিয়ে পাস করেছে মা-ছেলে। মা মঞ্জুয়ারা খাতুন পেয়েছেন জিপিএ-৪.৮৯ এবং ছেলে মেহেদী হাসান পেয়েছে জিপিএ-৪.৯৩।

    মা-ছেলে ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা। মেহেদীর বাবার নাম আব্দুর রহিম।

    জানা গেছে, মা মঞ্জুয়ারা খাতুন কারিগরি বোর্ডের অধীনে সিরাজগঞ্জের তাড়াশ শামীমা জাফর মৎস্য ইনস্টিটিউট এবং ছেলে মেহেদী ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ বিএম কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

    এ বিষয়ে মঞ্জুয়ারা খাতুন বলেন, ‘আমার খুব ইচ্ছে ছিল পড়াশোনা করার। কিন্তু নানা কারণে তা হয়ে ওঠেনি। এরই মধ্যে দুই বছর আগে খানমরিচ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম। সেখান থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলাম।’

    মঞ্জুয়ারা খাতুন আরও বলেন, ‘পড়াশোনা করতে আমার স্বামীও বেশ সহযোগিতা করেছেন। আমার স্বামী অটো ভ্যান চালিয়ে আমাদের সংসার ও লেখাপড়ার খরচ জুগিয়েছেন। তাঁর অনুপ্রেরণা আর আমার ইচ্ছাশক্তিতেই এ ফলাফল করেছি। এখন উচ্চতর শিক্ষা গ্রহণের আশা আরও বেড়ে গেছে। তাই সুযোগ পেলে আরও পড়াশোনা করতে চাই।’

    মায়ের সঙ্গে পরীক্ষা দিয়ে পাস করায় উচ্ছ্বসিত ছেলে মেহেদী হাসান। তিনি বলে, ‘আমরা অনেক কষ্টের মাঝেও পড়াশোনা চালিয়ে গেছি। আমার মা সংসার সামলিয়ে পরীক্ষা দিয়েছেন এবং ভালো ফলাফল নিয়ে পাসও করেছেন। এ জন্য আমি অত্যন্ত খুশি।’

    মেহেদীর বাবার আব্দুর রহিম জানান, স্ত্রী-ছেলে একসঙ্গে এসএসসি পাস করায় ভীষণ খুশি তিনি। পাসের খবর পেয়েই সবাইকে মিষ্টি খাইয়েছেন। ছেলের সঙ্গে তাঁর স্ত্রীও পড়াশোনা চালিয়ে যাবে বলে ইচ্ছা প্রকাশ করেছেন আব্দুর রহিম।

    উল্লেখ্য, গত সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

    স্বপ্নচাষ/ জেএআর

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ১২:০৬ অপরাহ্ণ | বুধবার, ৩০ নভেম্বর ২০২২

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।