সংগৃহীত
ইতালিতে ধীরে ধীরে কমে আসছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। তবে এখনও থামেনি মৃত্যুর মিছিল। গত শনিবার দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৪৩৩ জন, যা গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
কমেছে আক্রান্তের হারও। রোববার ইতালির সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৭ জন, যা আগের দিনের চেয়ে বেশ কম। শনিবার ৩ হাজার ৪৯১ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ার কথা জানিয়েছিল ইতালি কর্তৃপক্ষ।
দেশটিতে এখনও করোনা সংক্রমণের কেন্দ্রস্থল উত্তরাঞ্চলীয় লোম্বার্দি, বাণিজ্যিক রাজধানী মিলান, পিয়েদমৎ ও এমিলিয়া-রোমাগনা অঞ্চল। রোববারও নতুন করে ১৬৩ জনের মৃত্যু ও ৮৫৫ জন আক্রান্ত হয়েছেন লোম্বার্দিতে।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে লকডাউন চলছে ইতালিতে। তবে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখনও আশানুরূপ পর্যায়ে আসেনি। তবে কড়াকড়ি তুলে নিতে চাপ বাড়ছে সরকারের ওপর।
বাংলাদেশ সময়: ২:৫৬ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim