• শনিবার ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    এতিমখানা-বৃদ্ধাশ্রমে খাবার পৌঁছে দিচ্ছে র‌্যাব

    স্বপ্নচাষ ডেস্ক

    ২০ এপ্রিল ২০২০ ৮:৩৬ অপরাহ্ণ

    এতিমখানা-বৃদ্ধাশ্রমে খাবার পৌঁছে দিচ্ছে র‌্যাব

    সংগৃহীত

    ফাঁকা নগরীর বাসাবাড়ির নিরাপত্তা, করোনায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি রাজধানীর এতিমখানা ও বৃদ্ধাশ্রমে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

    র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই এর বিস্তার প্রতিরোধ এবং অসহায়-দুস্থ ক্ষুধার্ত সাধারণ মানুষের দুঃখ-কষ্টে পাশে থেকে কাজ করছে র‌্যাব-৪।

    সোমবারও (২০ এপ্রিল) র‌্যাব-৪ এর আওতাধীন টেকনিক্যাল, কল্যাণপুর, গাবতলী, মিরপুর, দারুস সালাম, রুপনগর, পল্লবী, কাফরুল, ভাষানটেকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রধান প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে অপ্রয়োজনে বাইরে বের হওয়া ও বিনা কারণে ঘুরে বেড়ানো লোকজনকে এর কারণ জিজ্ঞাসাবাদ করে তাদের গৃহে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন।

    এ সময় র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। চেকপোস্টের মাধ্যমে তিনি বাইরে বের হওয়া লোকজনদের রোগের ভয়াবহতা সম্পর্কে সচেতন করেন এবং আপদকালীন সময়ে নিজ নিজ গৃহে নিরাপদে অবস্থান করে করোনাভাইরাসের বিস্তার মোকাবিলার আহ্বান জানান। পাশাপাশি রাজধানীর গৃহবন্দি খেটে খাওয়া শ্রমজীবী অসহায় পরিবারগুলোর পাশে থাকার আহ্বান জানান তিনি।

    মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, র‌্যাব-৪ এর আওতাধীন এলাকাসমূহের দরিদ্র দিনমজুর, খেটে খাওয়া শ্রমজীবী, গৃহবন্দি অসহায় পরিবারগুলোকে খুঁজে বের করে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে র‌্যাব। পাশাপাশি ফোনে যে সব পরিবার খাদ্য সামগ্রীর জন্য অনুরোধ করছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

    সোমবারও (২০ এপ্রিল) লকডাউনের ফলে প্রতিকূলতার সম্মুখীন বিভিন্ন এতিমখানা ও কল্যাণপুরের ‘চাইল্ড অ্যান্ড এইজ কেয়ার’ বৃদ্ধাশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ করেন র‌্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক।

    স্বপ্নচাষ/এসএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ৮:৩৬ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।