সংগৃহীত
ফাঁকা নগরীর বাসাবাড়ির নিরাপত্তা, করোনায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি রাজধানীর এতিমখানা ও বৃদ্ধাশ্রমে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই এর বিস্তার প্রতিরোধ এবং অসহায়-দুস্থ ক্ষুধার্ত সাধারণ মানুষের দুঃখ-কষ্টে পাশে থেকে কাজ করছে র্যাব-৪।
এ সময় র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। চেকপোস্টের মাধ্যমে তিনি বাইরে বের হওয়া লোকজনদের রোগের ভয়াবহতা সম্পর্কে সচেতন করেন এবং আপদকালীন সময়ে নিজ নিজ গৃহে নিরাপদে অবস্থান করে করোনাভাইরাসের বিস্তার মোকাবিলার আহ্বান জানান। পাশাপাশি রাজধানীর গৃহবন্দি খেটে খাওয়া শ্রমজীবী অসহায় পরিবারগুলোর পাশে থাকার আহ্বান জানান তিনি।
মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, র্যাব-৪ এর আওতাধীন এলাকাসমূহের দরিদ্র দিনমজুর, খেটে খাওয়া শ্রমজীবী, গৃহবন্দি অসহায় পরিবারগুলোকে খুঁজে বের করে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে র্যাব। পাশাপাশি ফোনে যে সব পরিবার খাদ্য সামগ্রীর জন্য অনুরোধ করছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।
সোমবারও (২০ এপ্রিল) লকডাউনের ফলে প্রতিকূলতার সম্মুখীন বিভিন্ন এতিমখানা ও কল্যাণপুরের ‘চাইল্ড অ্যান্ড এইজ কেয়ার’ বৃদ্ধাশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ করেন র্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ৮:৩৬ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |