ফের হোয়াইট হাউসে হানা দিল করোনাভাইরাস। এবার আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট-কন্যা ইভাঙ্কা ট্রাম্পের ব্যক্তিগত সহকারী। এই নিয়ে হোয়াইট হাউজে মোট করোনায় আক্রান্ত হলেন তিনজন। শনিবার একটি মার্কিন সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। খবর এই সময়ের।
সিএনএন রিপোর্ট বলছে, গত কয়েক সপ্তাহ ধরে ইভাঙ্কার সঙ্গে ওই নারী সহকারীর কোনও সাক্ষাৎ হয়নি। রিপোর্টে আরও লেখা রয়েছে, গত দু’মাস ধরে টেলি কনফারেন্সের মাধ্যমেই তিনি কাজ করছিলেন। তবে প্রশ্ন উঠছে, করোনায় আক্রান্তের সংস্পর্শে না এসেও কিভাবে তার শরীরের এই ভাইরাসের প্রবেশ ঘটল। এতে হোয়াইট হাউস ঘিরে রহস্য বাড়ছে। আশ্চর্যের বিষয় যে, ওই নারীর শরীরে করোনার উপসর্গ দেখা দেয়নি। নমুনা টেস্ট করতে দেওয়া হলে তা পজিটিভ আসে।
টেস্ট করা হয়েছে ইভাঙ্কা ও তার স্বামী জারেড কুশনারেরও। তাদের দু’জনেরই রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে। প্রসঙ্গত, কিছুদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেনসের প্রেস সেক্রেটারি কেটি মিলারের শরীরে পাওয়া যায় করোনাভাইরাস।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৬:৫৫ অপরাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২০
swapnochash24.com | sopnochas24