শাহরিয়ার আলম
আম বাজারে আসছে। অন্যান্য বছরের চেয়ে এবার আরও বেশি করে আম খান। অনেক পুষ্টিকর, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দিবে। কোনো ভেজাল নেই, ক্ষতিকারক কোনো কেমিক্যাল নেই। তাও সন্দেহ থাকলে কিনে এনে বাসায় কয়েক ঘণ্টা পানিতে ডুবিয়ে রাখবেন।
নিশ্চিন্তে খাবেন, এক বৈঠকে ৫-৭ টা করে!
লেখক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
(ফেসবুক থেকে সংগৃহীত)
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ২:৫০ অপরাহ্ণ | রবিবার, ৩১ মে ২০২০
swapnochash24.com | sopnochas24