নাটোরের গুরুদাসপুরে এবার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা। বুধবার বিকেলে উপজেলার বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি অনার্স কলেজের পাশে তার নিজস্ব কার্যালয় থেকে ওই সামগ্রী বিতরণ করেছেন।
উপজেলার পৌর সদরের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি আবু তাহের সোনার, ছাত্রলীগ নেতা শেখ সবুজ প্রমুখ।
এর আগে, করোনাভাইরাস প্রতিরোধে ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে নিজের ২ বিঘা জমি অন্যের কাছে বন্ধকে রেখে নাটোরের (গুরুদাসপুর-বড়াইগ্রাম) অসহায় দেড় হাজার পরিবারের মাঝেও ঈদ সামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগ নেতা আহম্মদ আলী মোল্লা। গুরুদাসপুর উপজেলায় তৃতীয় লিঙ্গের মানুষের মাঝেও খাদ্য সামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন তিনি। এছাড়া প্রতিদিনই কোনো কোনো এলাকায় অসহায়দের পাশে দাঁড়ানো অব্যাহত রেখেছেন তিনি।
যতদিন করোনাভাইরাস ও লকডাউন থাকবে ততদিন অসহায়দের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্রকর্মী হিসেবেই তার এই প্রচেষ্টা।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১২:২৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মে ২০২০
swapnochash24.com | sopnochas24