সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় রোজা রেখে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছেন মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার (১ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত বন্দর থানা ছাত্রদলের উদ্যোগে কয়েকজন কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেয়া হয়।
মহানগর ছাত্রদলের সদস্য মিনহাজ মিঠুর উদ্যোগে কৃষকদের ধান কাটায় অংশ নেন যুগ্ম সম্পাদক ইমরান, পাপ্পু, বন্দর থানা ছাত্রদল নেতা রোমান ও আকাশ প্রমুখ।
ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, কৃষক বাঁচলে বাঁচবে দেশ। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফার মধ্যে পাঁচ নম্বরে ছিল সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কৃষি উন্নয়নের মাধ্যমে গ্রামীণ তথা জাতীয় অর্থনীতিকে জোরদার করা। ৬ নম্বরে ছিল দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা এবং কেউ যেন না খেয়ে থাকে তার ব্যবস্থা করা। এর আলোকে আমরা কৃষকের ফসল ঘরে তুলে দিয়েছি।
এর আগে, ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে দিয়ে আলোচনায় আছে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১১:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ০১ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |