সংগৃহীত ছবি
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে বলেছেন, সেরার প্রশ্নে আমি লিওনেল মেসিকে বেছে নেব।
গাজেত্তা দেল্লো স্পোর্তকে দেয়া সাক্ষাৎকারে পেলে বলেন, মেসি দক্ষ খেলোয়াড়। সে নিজে গোল করতেও পারে আবার করাতেও পারে। বর্তমানে মেসি সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়।
১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে দেশের হয়ে বিশ্বকাপ জেতা ব্রাজিলের কিংবদন্তি পেলে আরও বলেন, মেসি বল ভালো পাস দিতে পারে। যদি আমরা একসঙ্গে এক দলে খেলতাম, তাহলে প্রতিপক্ষ দলকে দুই খেলোয়াড়কে নিয়ে ভাবতে হতো, একজনকে নিয়ে নয়।
মাসখানেক আগে পেলে বলেছিলেন, পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো তার চোখে সেরা ফুটবলার।
এবার মত বদলে ঘোষণা করলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিই সেরা ফুটবলার। এক সাক্ষাৎকারে পেলে বলেছেন, মেসির সঙ্গে খেলার সুযোগ পেলে তিনি তা ছাড়তেন না।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৪:০৯ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim