মো. খায়রুল আলম রাজু
চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় দিনাজপুরের বিরামপুরের উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল আলম রাজু।
পরীক্ষার ফলাফল উপলক্ষে সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিজ উপজেলার শিক্ষার্থীদের প্রতি এ শুভেচ্ছা ও ভালোবাসা জানান তিনি।
একইসঙ্গে যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের ধৈর্য ধরে মনোযোগ সহকারে পুনরায় প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রাজু।
তিনি বলেন, এসএসসি, দাখিল ও সমমানের ফল প্রকাশিত হয়েছে রবিবার। ফলাফলে আমার উপজেলার উত্তীর্ণ শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকমণ্ডলীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি তাদের উদ্দেশে বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল আলম রাজু বলেন, তোমাদের ধৈর্য ধরে, মনোযোগ সহকারে আবারও প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে আগামীতে ভালোভাবে উত্তীর্ণ হতে পারো।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৩:২১ অপরাহ্ণ | সোমবার, ০১ জুন ২০২০
swapnochash24.com | Anaet Karim