সংসদ সদস্য শিবলী সাদিক
চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় দিনাজপুর-৬ (হাকিমপুর-বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনের উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন আসনটির সংসদ সদস্য শিবলী সাদিক।
পরীক্ষার ফলাফল উপলক্ষে সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিজ আসনের শিক্ষার্থীদের প্রতি এ শুভেচ্ছা ও ভালোবাসা জানান তিনি।
একইসঙ্গে যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের ধৈর্য ধরে মনোযোগ সহকারে পুনরায় প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান সংসদ সদস্য শিবলী সাদিক।
তিনি আরও বলেন, এসএসসি, দাখিল ও সমমানের ফল প্রকাশিত হয়েছে রবিবার। ফলাফলে আমার সংসদীয় আসনের উত্তীর্ণ শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকমণ্ডলীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি তাদের উদ্দেশে দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক বলেন, তোমাদের ধৈর্য ধরে, মনোযোগ সহকারে আবারও প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে আগামীতে ভালোভাবে উত্তীর্ণ হতে পারো। মানুষের অসাধ্য কিছুই নেই। একাগ্রতা, অধ্যবসায় এবং পরিশ্রম যেকোনও অসাধ্যকে সাধন করতে সহায়তা করতে পারে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৩:০৮ অপরাহ্ণ | সোমবার, ০১ জুন ২০২০
swapnochash24.com | Anaet Karim
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |