সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল ক্রিকেটার ইমরুল কায়েসের বাবাকে। সেই হাসপাতাল থেকে আর বাড়ি ফেরা হলো না।
ক্রিকেটার ইমরুল কায়েসের বাবা মোহাম্মদ বানি আমীন আর নেই। আজ রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবী ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি। মৃত্যুকালে ইমরুলের বাবার বয়স ছিল ৬০ বছর।
মাসখানেক ধরেই অসুস্থ ছিলেন ইমরুলের বাবা। গত মাসে মেহেরপুরে এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন তিনি। এরপর থেকেই হাসপাতালে। প্রায় এক মাস নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন। মাঝে কিছুটা সুস্থও হয়ে উঠেছিলেন। যখন বাসায় আনার চিন্তা, তখন আবার অবস্থার অবনতি হয়। আজ চলেই গেলেন।
গত এক মাস ইমরুলকে করোনার মধ্যে ঝুঁকি নিয়েই নিয়মিত হাসপাতালকে বাসা বানাতে হয়েছে। তবুও বাঁচানো গেল না বাবাকে।
ইমরুলের বাবার মৃত্যুতে ফেসবুকে পোস্টের মাধ্যমে শোকপ্রকাশ করেছেন করেছেন তার সতীর্থরা।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১২:৪০ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |