গত ২৪ এপ্রিল দ্বিতীয়াবারের মতো কন্যা সন্তানের বাবা হয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তার স্ত্রী স্বাভাবিক প্রসবের মাধ্যমে পৃথিবীতে আনেন ইররাম হাসানকে। এতদিন নাম আর পায়ের ছাপ দেখেই সন্তুষ্ট থাকতে হয়েছে ভক্তদের। এবার সশরীরে সবার সামনে এসে গেল ইররাম হাসান।
আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে সাকিব মেয়ের ভিডিও পোস্টের মাধ্যমে তার নিজের ইউটিউব চ্যানেলও লঞ্চ করেছেন। সাকিব লিখেছেন, ‘ আমাদের ছোট্ট পরী, পরিবারের নতুন সদস্য ইররাম হাসানের আগমনে আমরা অত্যন্ত আনন্দিত। তার সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে আশীর্বাদ ও দোয়া কামনা করছি।’
এরপর তিনি নিজের ইউটিউব চ্যানেলের প্রচারে লিখেছেন, ‘নিয়মিত আপডেট পেতে অনুগ্রহ করে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, লাইক এবং ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।’
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৪:২৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২০
swapnochash24.com | sopnochas24