আলীম হায়দার
কোভিড নাইনটিন-১০
বৃষ্টির বেহালা বাজে
রাগ ভৈরবী
স্ফটিক
আঙ্গিনার মাটি
কর্নিয়ায় চিলিক পাড়ে সরু বিজলি
বাজে নিনাদ, জলতরঙ্গ
ঝমঝম মুষলে ঝরি
বুকের ইন্দিরায় উছলে পড়ে বারি
ধ্যানমগ্ন ধারকান
কুচকানো কপালে তিলক পড়ায় পত্রপল্লবী
সরোদ বাজে জলজ বাতাসে
গুরু গুরু সন্ধ্যারাতে
গম্ভীর চকোরি
বজ্রশিখা খুঁজে ফেরে মেম্বরের বাড়ি
ত্রাণচোর নেতারা চেতনায় গর্ভবতী
এদের অ্যাবরশন করাতে হবে
শেষ হোক টাউটের রাজনীতি
জয় বাংলা মানে প্রাণের সিম্ফনি
আমি তুমি আপনি
কোভিড নাইনটিন-১১
টেলিভিশন—ফেসবুক—ওয়েবের লিঙ্কে ঘোরে ক্যাবিনেট চিড়িয়া
দেশের মধ্যেও দেশ থাকে আলাদা মনের মধ্যে থাকে আরও মন
মন্ত্রীদের মধ্যে কিছু খামোশ থাকে মানুষের মধ্যেও কিছু জনগণ!
কোভিড নাইনটিন-১২
হে করোনা, তুমি আমাদের বর্ষীয়ান চিকিৎসকদের প্রাণ কেড়ে নিচ্ছো কেন? কেনো থাবা দিচ্ছো আইনশৃঙ্খলা বাহিনীর সদা জাগ্রত মানুষদের প্রতি? একেকটি গরিব কাথার ওম কেনো কাড়ছো? তোমার চোখে কী ছানি পড়েছে- হে করোনা; তুমি কী আর ঠিকঠাক চোখে দেখো না?
হে করোনা, তুমি সুরুৎ করে ওই দুর্নীতিবাজদের গলার ভেতরে ঢুকে পড়ো, তাদের ফুসফুসটাকে জুস বানিয়ে চোষো, ঘামাতে ঘামাতে তাদের দেহটা কফিন করে তোলো।
হে করোনা, তুমি ওই লুটপাটকারীদের টুটি চেপে ধরো। রাজনীতিক নামের বিষপাতাগুলো বাঁশিতে ভরে টানো। ক্লাস ফাঁকি দেওয়া অধ্যাপকের চশমায় বায়োস্কপ ছাড়ো।
হে করোনা, আজ ওয়েব পোর্টালের খবরে জানতে পারলাম- এমপি মন্ত্রীদের পরিবার খুব চিন্তিত। আমার খুব জানতে ইচ্ছে করছে: এই দেশে কী শুধু এমপি মন্ত্রীরাই পরিবার গঠন করে? অন্যদের কী পরিবার গঠনের অধিকার নাই! ডাক্তারদের পরিবার নাই, পুলিশ-আর্মির পরিবার নাই, সাংবাদিকদের পরিবার নাই, কোটি কৃষকের পরিবার নাই, প্রতাপশালী সরকারি আমলারাও কী তবে আজকাল পরিবার গঠনের অধিকার হারালো?
হে করোনা, তোমার দুটি পায়ে পড়ি। তুমি এই এতিমদের ছেড়ে দাও। আসো, কবিতে-করোনায় দোস্তি করি। পানশালায় বসি, গোগ্রাসে সুধা গিলি। কবির সাথে পাল্লা দিয়ে পারবে? হয়তো পারবে না। তাই এখনই তোমার দিব্যদৃষ্টি মেলো। চোখের ঠুলি খোলো। শত্রু-মিত্র চিনতে শেখো। ওই মজুদদারদের ওপর হামলে পড়ো। তোমার লকলকে জিভ দিয়ে তস্করদের চাবুক মারো। শুধু এই পরিবারহীন মানুষদের ছাড়ো।
ওহে করোনা, তুমিও এতিম। আমরাও এতিম। তাই মোলায়েন হও, কাছে আসো, প্লাজমা বিনিময় করি, মজুবত হোক ঋণের সম্পর্ক।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১:১০ অপরাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২০
swapnochash24.com | sopnochas24