প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আজ ১৫৩ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। বিকালে তারা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এনিয়ে করোনাক্রান্ত ১ হাজার ৮০১ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে উঠেছেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি সোহেল রানা জানান, করোনা পজেটিভ এই ১৫৩ জনের নমুনা পরপর দু’বার পরীক্ষা করা হয়। পরীক্ষায় কভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন। হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ হওয়া সকল পুলিশ সদস্যকে মাস্ক প্রদান করেন। তাদেরকে ফুল দিয়ে বিদায় জানানো হয়।
এআইজি সোহেল রানা বলেন, আইজিপি ড. বেনজীর আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধান, সার্বক্ষণিক মনিটরিং এবং উন্নত চিকিৎসার ফলে ইতিমধ্যে করোনাক্রান্ত ১ হাজার ৮০১ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে উঠেছেন।
তাদের মধ্যে অনেকেই জনগণের সেবায় আবারও কাজে ফিরেছেন।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৯:৩৫ অপরাহ্ণ | রবিবার, ৩১ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |