সংগৃহীত
সারাবিশ্ব কাঁপছে করোনাভাইরাসের আতঙ্কে। কিন্তু এমন পরিস্থিতিতেও হত্যাকাণ্ড থেমে নেই। আবারও ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছে।
বুধবার মিকি রোসেনফেল্ড নামে ইসরায়েলের এক মুখপাত্র বলেছেন, ওই ফিলিস্তিনি জেরুজালেমের কাছে একটি চেকপয়েন্টে এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করেন। পরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে সে নিহত হয়েছে।
সঙ্গে সঙ্গেই সেখানে থাকা নিরাপত্তাকর্মীরা হামলার জবাব দেয় এবং তাকে গুলি করে। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
ইসরায়েলি ওই মুখপাত্র বলেন, পশ্চিমতীরে প্রায়ই হামলার শিকার হন পুলিশ সদস্যরা। সম্প্রতি মালে আদুমিম ইহুদি বসতি থেকে একটি বিস্ফোরক ডিভাইস উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
পশ্চিমতীরে গত কয়েক বছরে ইসরায়েলি বাহিনীর গুলিতে বহু স্বাধীনতাকামী ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী বরাবরই এই স্বাধীনতাকামীদের সন্ত্রাসী বলে উল্লেখ করে আসছে।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ২:০১ অপরাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |