জাতীয়তাবাদী ঘরানার বুদ্ধিজীবী হিসেবে পরিচিত অধ্যাপক দিলারা চৌধুরী বলেছেন, করোনা সংকট রীতিমতো একটি মহাযুদ্ধের মতো। ‘করোনাযুদ্ধের’ পর পৃথিবী বদলে যাবে। আন্তর্জাতিক মেরুকরণ তৈরি হবে। নতুন স্নায়ুযুদ্ধের সূচনা হতে পারে। দ্বিতীয় মহাযুদ্ধের সময় অর্থনৈতিক ও সামাজিক অবস্থা বদলে গিয়েছিল। তেমন একটি পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে উঠছে।
রাজধানীর বিজয়নগরে বুধবার দলীয় কার্যালয়ে এবি পার্টি আয়োজিত ‘বৈশ্বিক করোনা সংকট: নারীসমাজের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনের প্রচার বিভাগের দায়িত্বশীল এবিএম খালিদ হাসান ও আনোয়ার সাদাত টুটুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
দিলারা চৌধুরী বলেন, সব যুদ্ধে পুরুষের পাশাপাশি নারীর ভূমিকা থাকে। যুদ্ধের সময় নারীরা ধর্ষিত হয়, সহিংসতার শিকার হয়। এই করোনাযুদ্ধেও নারীদের সাহসী ও সচেতন ভূমিকা পালন করতে হবে।
তিনি নারী সমাজের একজন হয়ে নারীদের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।
এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী বলেন, রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে করোনা সংকট মোকাবিলায় নারীর সমান অংশগ্রহণ জরুরি। তাদের এগিয়ে আসতে হবে দেশ ও জাতির কল্যাণে। নেতৃত্ব দিতে হবে সমাজকে। নারী অধিকার নারীদেরকেই আদায় করতে হবে। রাষ্ট্রে সব নাগরিকের সমান অধিকার। নারীকে এই অধিকার সংবিধান দিয়েছে। করোনা মোকাবিলার এই যুদ্ধে নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা রয়েছে।
এবি পার্টির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, জাতির এই দুঃসময়ে অজ্ঞতা, অবহেলা ও অব্যবস্থাপনার কারণে করোনা মোকাবিলায় এক বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক আক্রোশের কারণে জনগণের মাঝে পর্যাপ্ত কিট সরবরাহ করা যায়নি। নির্মম দায়িত্বহীনতা দেশকে এক অকার্যকর রাষ্ট্র হিসেবে তুলে ধরেছে। সরকার ও জনগণের সম্মিলিত শক্তি দিয়ে এই সংকটের মোকাবিলা করতে হবে।
এবি পার্টির আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা আমিনা বেগম, জেসমিন আখতার, মিনা খাতুন, সুমি বড়ুয়া ও বেবী পাঠান।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ১০:১৬ অপরাহ্ণ | বুধবার, ২০ মে ২০২০
swapnochash24.com | sopnochas24