• বুধবার ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ভিয়েতনাম যুদ্ধকেও ছাড়াল

    স্বপ্নচাষ ডেস্ক

    ২৯ এপ্রিল ২০২০ ২:২৩ অপরাহ্ণ

    করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ভিয়েতনাম যুদ্ধকেও ছাড়াল

    ফাইল ছবি

    প্রায় দুই দশকের ভিয়েতমান যুদ্ধে ৫৮ হাজার ২২০ জন আমেরিকানের মৃত্যু হয়েছিল, কিন্তু কয়েক মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এ মৃত্যু সেই সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

    বিবিসি লিখেছে, যুক্তরাষ্ট্রের ওপর নতুন করোনাভাইরাসের আঘাত কতোটা ব্যাপক, এ তুলনা থেকে তা স্পষ্ট হয়েছে।

    প্রাদুর্ভাবের শেষ এখনও অনেক দূর বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। গবেষকরা চিকিৎসার কার্যকর উপায় বের করতে না পারলে আসছে শরতেও যুক্তরাষ্ট্রকে ভুগতে হতে পারে বলে হুঁশিয়ার করেছেন তিনি।

    ফাউচি বলেছেন, গ্রীষ্মে ভাইরাসের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ নাও হতে পারে এবং এর ফিরে আসা অনিবার্য।

    জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বুধবার সকালে দেওয়া হালনাগাদ তথ্যানুযায়ী, কোভিড-১৯ এ যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫৮ হাজার ৩৫৫ জন।

    এরই মধ্যে দেশটিতে শনাক্ত হওয়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে গেছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ১২ হাজার ৫৮৩ জনে।

    যুক্তরাষ্ট্রে গত ১৮ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে ১০ লাখের সীমা পার করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    প্রশিক্ষিত কর্মী ও উপকরণের ঘাটতির কারণে পরীক্ষার আওতা সীমিত থাকায় অনেক আক্রান্ত অশনাক্ত অবস্থায় রয়ে যাচ্ছে বলে দেশটির অঙ্গরাজ্যগুলোর জনস্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করেছেন। এসব কারণে যুক্তরাষ্ট্রে নতুন করোনাভাইরাসে আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

    দেশটির ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা মডেলে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৪ অগাস্টের মধ্যে ৭৪ হাজার জনে দাঁড়াতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। এর আগে সংখ্যাটি ৬৭ হাজার হতে পারে বলে আভাস দিয়েছিল তারা।

    এই মডেল দেখিয়েছে, যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঙ্গরাজ্য প্রাদুর্ভাবের সর্বোচ্চ চূঁড়া পার করেছে এমন ধারণা পাওয়া গেলেও মিসিসিপি, টেক্সাস, উটাহ ও হাওয়াইসহ সাতটি অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যা শিখরে পৌঁছানোর ধারায় আছে বা আসছে কয়েক সপ্তাহে সেখানে পৌঁছবে।

    যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্তের প্রায় ৩০ শতাংশ নিউ ইয়রক অঙ্গরাজ্যের। নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে প্রাদুর্ভাবের ‍উপকন্দ্রে হয়ে দাঁড়িয়েছে। এরপর যথাক্রমে নিউ জার্সি, ম্যাসাচুসেটস, ইলেনয়, ক্যালিফোর্নিয়া, পেনসেলভেইনিয়া ও মিশিগানে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

    গত বছরের ডিসেম্বরের শেষ দিনে চীনের উহানে ভাইরাসটির প্রথম সংক্রমণ ধরা পড়েছিল আর ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে প্রথম একজনের মৃত্যুর কথা জানা গিয়েছিল।

    স্বপ্নচাষ/এসএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ২:২৩ অপরাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।