সংগৃহীত ছবি
করোনামুক্ত না হওয়া পর্যন্ত ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে টেলিফোনে আলাপের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আশ্বাস দিয়ে বলেন, তেহরান যতক্ষণ পর্যন্ত করোনাভাইরাসের ব্যাপারে জয়লাভ না করবে, ততক্ষণ পর্যন্ত পাশেই থাকবে বেইজিং। খবর- ইরনা
শি জিনপিং আরও বলেন, করোনাভাইরাস দূর না হওয়া পর্যন্ত ইরান ছাড়াও আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যান্য সদস্যদের সহযোগিতা করবে চীন।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি যুক্তরাষ্ট্রের অবৈধ ও নিষ্ঠুর নিষেধাজ্ঞার ব্যাপারে চীনের অবস্থানের প্রশংসা করেছেন। তিনি বলেন, বর্তমানে সারাবিশ্ব যে পরিস্থিতিতে রয়েছে, তাতে সবার উচিত একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসা। এ সময় কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা ঠিক নয়।
তিনি মনে করেন, শিগগিরই কোনো ধরনের নিষেধাজ্ঞাবিহীন পৃথিবী সবাই দেখবে। যুক্তরাষ্ট্রের বিপজ্জনক আচরণ উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করবে বলেও মনে করেন তিনি।
এই অঞ্চল ও জলপথের নিরাপত্তা ইরানের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, দুর্ভাগ্যক্রমে মার্কিন বিপজ্জনক পদক্ষেপ পারস্য উপসাগরে স্থিতিশীলতা ব্যাহত করতে পারে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৭:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |