প্রতীকী ছবি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় করোনার উপসর্গ নিয়ে ঢাকাফেরত সাবেক রেলওয়ে কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার বানমী ইউনিয়নের পূর্ব কাঞ্চনপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।
মৃত সাবেক রেলওয়ে কর্মকর্তার নাম মোজাম্মেল হোসেন মোহন (৬৪)। তিনি একই এলাকার মৃত মোহাম্মদ উল্যার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি তিনদিন আগে ঢাকা থেকে প্রচণ্ড জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে বাড়িতে ফেরেন। এই অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম পাঠায়।
শুক্রবার রাতে তার অবস্থা আরও গুরুতর হয়। শনিবার সকালে নিজ বাড়িতেই তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন বলেন, কয়ের দিন আগে তার নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য চট্টগ্রাম পাঠাই। কিন্তু রিপোর্ট শুক্রবার পর্যন্ত আসেনি। এরই মধ্যই তার শ্বাসকষ্ট, জ্বর ও গলাব্যথা বেড়ে যায় এবং তিনি মারা যান বলে পরিবারের সদস্যরা খবর দিয়েছেন
স্বপ্নচাষ/ আরএস
বাংলাদেশ সময়: ১:৫৩ অপরাহ্ণ | শনিবার, ১৬ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |