সংগৃহীত
করোনাভাইরাসের থাবায় মৃত্যুপুরীতে পরিণত স্পেনে মহামারির তাণ্ডব কমছে। রোববার দেশটিতে মৃত্যুর মিছিলে সামিল হয়েছেন আরও ৪১০ জন। স্বাভাবিকভাবে এই সংখ্যা বিশাল মনে হলেও স্প্যানিশদের কাছে সেটাই স্বস্তির কারণ হয়ে উঠেছে। কারণ গত ২২ মার্চের পর থেকে এটাই দেশটিতে একদিনে সবচেয়ে কম মৃত্যুর রেকর্ড।
স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৩ জন। আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৯৫ হাজার ৯৪৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ২১৮ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৭ হাজার ৩৫৭ জন।
এছাড়া, আগামী ২৭ এপ্রিল থেকে শিশুদের বাইরে খেলাধুলার অনুমতি দেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী।
সূত্র: আনাদোলু এজেন্সি
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ৩:০৯ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim