• মঙ্গলবার ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    করোনায় কাজ হারিয়ে বিপাকে চাঁপাইনবাবগঞ্জের পরিবহন শ্রমিকরা

    স্বপ্নচাষ প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

    ০৩ মে ২০২০ ৪:৩২ পূর্বাহ্ণ

    করোনায় কাজ হারিয়ে বিপাকে চাঁপাইনবাবগঞ্জের পরিবহন শ্রমিকরা

    ফাইল ছবি

    করোনা পরিস্থিতির কারণে সারাদেশে গণপরিবহন বন্ধ রয়েছে। সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও গণপরিবহন বন্ধ থাকায় কাজ হারিয়েছেন চালক-হেলপাররা। এতে বেকার হয়ে পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিকরা। কাজ না থাকায় আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছেন তারা।

    গণপরিবহন বন্ধ হওয়ার পর থেকে শ্রমিকদের জীবন থমকে যাবার পাশাপাশি তারা অনিশ্চয়তার মধ্যদিয়ে দিন কাটাচ্ছেন। কেউবা চলছেন ধার করে, কেউবা চলছেন অর্ধাহারে।

    কারোনার প্রাদুর্ভাবে সরকারি নির্দেশনানুযায়ী সমাগম এড়াতে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা প্রদান করা হয়। জেলার সাথে দূরপাল্লাসহ সকল রুটের পরিবহন যোগাযোগ বন্ধ হয়ে যায়। চিরচেনা সড়কগুলো যেন একরকমের নিস্বব্ধতা। যারা দিন আনে দিন খান, সেসব শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে পড়েছেন বিপাকে।

    এ অবস্থায় জেলার ৪ হাজার ২৫০ হাজার শ্রমিকদের মাঝে চলছে দুর্দিন। যেখান থেকে তাদের আয়ের পথ সেটি বন্ধ থাকায় কিভাবে সংসার চালাবেন তা নিয়ে ভাবনার অন্ত নেই। ১ মাস অতিক্রান্ত হওয়ায় শ্রমিকদের সংসার চালনোয় এখন বড় দ্বায় হয়ে পড়েছে।

    শ্রমিকরা বলছেন, ভাইরাস যাতে না ছড়ায়, সেকারণে ঘরে থাকতে বলা হয়েছে। একজনের আয়ের উপর নির্ভর করে পুরো পরিবার চলে, সে পথও বন্ধ হয়ে গেছে। শ্রমিকরা পরিবারের বাজারের খরচ কোথা থেকে জোগান দিবে, তা নিয়েই ভাবছেন। তারা বলছেন, পরিবহন মালিকরাও ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

    জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, করোনার কারণে বাস, ট্রাকসহ বিভিন্ন যান বন্ধ রয়েছে। শ্রমিকদের এমন দুর্দিন আসবে, তারা ভাবতেই পারা যায়নি। দৈনিক হাজিরা হিসেবে যারা পারিশ্রমিক পান সেসব শ্রমিকদের অনেকেই মানবেতর জীবন-যাপন করছেন। এছাড়া পরিবহন শ্রমিকরা প্রতিদিন ডিউটি করলে বেতন পান।

    একদিকে, শ্রমিকরা যেমন বেকার হয়ে পড়েছেন, অন্যদিকে মালিকরাও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এককথায় কবে নাগাদ গাড়ির চাকা সচল হবে, তা নিয়েই তাদের ভাবনা।

    স্বপ্নচাষ/আরএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ৪:৩২ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।