নেপালে করোনাভাইরাসে প্রথম কারো মৃত্যু হলো। প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হওয়ার প্রায় চার মাস পর দেশটিতে মৃত্যুর ঘটনা ঘটলো। মার্কিন বার্তা সংস্থা সিএনএন শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, মারা যাওয়া ২৯ বছর বয়সী ওই নারী রাজধানী কাঠমান্ডুর একটি জেলার বাসিন্দা ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি উহান ফেরত এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর দেহে প্রথম করোনা শনাক্ত হয়। সংক্রমণ ততটা ভয়াবহ না হলেও ২৪ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন জারি করে নেপাল সরকার। ভারত ও চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১:৪২ অপরাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২০
swapnochash24.com | sopnochas24