করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. নাজমুল করিম চৌধুরী। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা উপসর্গ নিয়ে ড. নাজমুল করিম চৌধুরী ৫ মে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ৬ মে তাঁকে আইসিসিইউতে নেওয়া হয়। গতকাল সকালে তাঁর মৃত্যু হয়। লাশ রাখা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে।
১৯৪৯ সালের ১৫ নভেম্বর নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন নাজমুল করিম চৌধুরী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ছিলেন। অবসর নিয়ে ২০১৬ সালের আগস্টে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব নেন তিনি।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ২:৪৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৮ মে ২০২০
swapnochash24.com | sopnochas24