• বৃহস্পতিবার ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    করোনায় বগুড়ার প্রবীণ সাংবাদিক মোজাম্মেল হকের মৃত্যু

    স্বপ্নচাষ ডেস্ক

    ০৫ জুন ২০২০ ১২:৩৮ পূর্বাহ্ণ

    করোনায় বগুড়ার প্রবীণ সাংবাদিক মোজাম্মেল হকের মৃত্যু

    প্রবীণ সাংবাদিক ও বগুড়া প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক মোজাম্মেল হক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন।

    বৃহস্পতিবার সকালে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে তার মৃত্যু হয়।

    ৭৫ বছর বয়সী মোজাম্মেল হক বগুড়া থেকে প্রকাশিত ‘দৈনিক উত্তরকোণ’ পত্রিকার সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। শুক্রবার বগুড়ার ভাইপাগলা মাজার গোরস্থানে তাকে দাফনের কথা রয়েছে।

    ‘দৈনিক উত্তরকোণ’-এর চিত্র সাংবাদিক সাইফুল ইসলাম জানান, মোজাম্মেল হক ক্যান্সারে ভূগছিলেন। প্রায় এক বছর আগে চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। এক সপ্তাহ আগে নুমনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসলে তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

    ১৯৪৫ সালের ১ জানুয়ারি বগুড়ায় জন্ম নেওয়া মোজাম্মেল হক ষাটের দশকে সাংবাদিকতা দিয়ে তার কর্মজীবন শুরু করেন। তিনি বিএনপির প্রয়াত সংসদ সদস্য সিরাজুল হক তালুকদারের বড় ছেলে। তার ছোট ভাই সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা।

    তার স্ত্রী ফজিলাতুন্নেছা জানান, মোজাম্মেল হক ১৯৬৭ সালে তৎকালীন বগুড়ার নাইট কলেজে প্রথম শিক্ষকতা শুরু করেন। এরপর শাহ্ সুলতান কলেজে যোগ দেন। সেখানে কর্মরত থাকা অবস্থায় ১৯৮৪ সালে কলেজটি সরকারি হয়। সরকারি শাহ্ সুলতান কলেজে দীর্ঘদিন শিক্ষকতার পর তাকে পদোন্নাতি দিয়ে সরকারি সান্তাহার কলেজে বদলি করা হয়। এরপর ২০০১ সালে তিনি অবসর গ্রহণ করেন। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজাদ, পূর্বদেশ, রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক বার্তা এবং বগুড়ার বিভিন্ন দৈনিকে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ বেতারেও বগুড়া সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। ২০০২ সালে তার সম্পাদনা দৈনিক উত্তরকোণ নামে একটি দৈনিকের আত্মপ্রকাশ ঘটে।

    তার মৃত্যুতে বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন ও সাধারণ সম্পদাক আরিফ রেহমান শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
    স্বপ্নচাষ/আরএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ১২:৩৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ জুন ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।