• শুক্রবার ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    করোনায় মানুষের পাশে দাঁড়াতে রাবি টিএসসিসি পরিচালকের গান ‘জাগাও বিবেক’

    স্বপ্নচাষ প্রতিবেদক, রাবি

    ০৩ মে ২০২০ ৭:৪৫ অপরাহ্ণ

    টিএসসিসি’র পরিচালক প্রফেসর ড. মো. হাসিবুল আলম প্রধানের লিখা গান নিয়ে অডিও ভিজুয়াল ‘জাগাও বিবেক’

    করোনা মহামারীর প্রকোপে বিপর্যস্ত সারা বিশ্ব। বাংলাদেশও এই সংকটের বাইরে নয়। ফলে, এই দুর্দিনে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষকে উদ্বুদ্ধকরণ গান ‘জাগাও বিবেক’ শীর্ষক একটি অডিও ভিজুয়াল নির্মাণ হয়েছে।

    গানটি লিখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মো. হাসিবুল আলম প্রধান।

    শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের প্রযোজনায় এই অডিও ভিজুয়ালের গান ও আবৃত্তি অংশে কণ্ঠ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষক আলমগীর পারভেজ ও পারমিতা হক এবং টিএসসিসি’র পরিচালক ড. মো. হাসিবুল আলম প্রধান। গানটিতে সুর দিয়েছেন রঞ্জু রেজা ও সঙ্গীত করেছেন চপল খান।

    এই গানটি লেখা এবং টিএসসিসি’র উদ্যোগে এ রকম একটি অডিও ভিজুয়াল নির্মাণ প্রসঙ্গে টিএসসিসি’র পরিচালক প্রফেসর ড. মো. হাসিবুল আলম প্রধান বলেন, বাংলাদেশের এই দুঃসময়ে মানুষের চরম বিপন্নতায় একটি গান হতে পারে আমাদের মানবিক জাগরণের স্ফূরণ, বিবেককে আলোকিত করার বাতিঘর, করোনা মহামারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক। সেই তাগিদ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের প্রযোজনায় একটি অডিও ভিজুয়াল নির্মাণের উদ্যোগ নেয়া হয়।

    তিনি আরও বলেন, বাংলাদশের এই অভাবনীয় চরম সংকটে আমাদের মহান মুক্তিযুদ্ধের মত ঐক্যবদ্ধ হয়ে করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সব ভেদাভেদ ভুলে দেশটাকে ভালো রাখতে হবে এবং মানুষের বিপন্নতায় মানুষের পাশে দাঁড়াতে হবে।

    এই অডিও ভিজুয়াল নির্মাণে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান এবং উপ-উপাচার্যদ্বয় প্রফেসর ড. আনন্দ কুমার সাহা ও প্রফেসর ড. চৌধূরী মো. জাকারিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান প্রফেসর ড. মো. হাসিবুল আলম প্রধান।

    গানটি ইতোমধ্যে ইউটিউবে দেওয়া হয়েছে যা https://youtu.be/_AxnYm_yaMc এই লিংকে পাওয়া যাচ্ছে।

    স্বপ্নচাষ/আরএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ৭:৪৫ অপরাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।