ফাইল ছবি
রাজশাহী বিভাগে তিন শতাধিক করোনা আক্রান্ত রোগী। আজ সন্ধ্যা পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জন। তবে বগুড়ার রিপোর্ট পাওয়া গেলে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এখন পর্যন্ত আক্রন্তদের মধ্যে সবচেয়ে আক্রান্ত বেশি জয়পুহাটে। সেখানে আজ দুপুর পর্যন্ত ছিল ৮৭ জন। এছাড়াও দ্বিতীয় অবস্থানে নওগাঁয় ৮৩ জন। আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে বগুড়া। এ জেলায় এখন পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৬১ জন।
এছাড়াও রাজশাহীতে ২০, চাঁপাইনবাবগঞ্জ ১৭, নাটোরে ১৩ জন, পাবনায় ১৬ জন এবং সিরাজগঞ্জে ১৫ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় সবেচেয় বেশি আক্রান্ত হয়েছে নওগাঁয়। এছাড়াও এখন পর্যন্ত মারা গেছে দুইজন। তাদর মধ্যে একজন রাজশাহীর একং জয়পুরহাটের।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ১০:১৬ অপরাহ্ণ | শনিবার, ১৬ মে ২০২০
swapnochash24.com | sopnochas24