প্রতীকী ছবি
যুবক মিজানুর রহমান কয়েকদিন ধরেই জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। ঢাকায় বসবাসরত ওই যুবক তার মাকে নিয়ে রওনা দেন জয়পুরহাটের উদ্দেশ্যে।
পথিমধ্যে বাস জয়পুরহাট সদর উপজেলার হিচমী বাজারে পৌঁছালে মৃত্যু হয় মিজানুরের। এরপরই বাসচালক ও অন্য যাত্রীরা তার মরদেহ রাস্তার পাশে ফেলে চলে যায়। মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, সকালে খবর পেয়ে মরদেহটি রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়েছে। ওই যুবকের বাড়ি নওগাঁর ধামুইরহাট উপজেলার মঙ্গলবাড়ীতে। বাসটি ঢাকা থেকে হিলি যাচ্ছিল।
পুলিশকে ওই যুবকের মা জানিয়েছে, তার ছেলের শ্বাসকষ্ট ও জ্বর ছিল।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২০
swapnochash24.com | sopnochas24