ফাইল ছবি
করোনা উপসর্গ নিয়ে রাজশাহীতে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে ওই নারীর (৩৮) মৃত্যু হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার দুপুরে পাবনার ঈশ্বরদীর বাবুপাড়া এলাকার ওই নারী জ্বর, গলা ব্যথা ও বমি নিয়ে হাসপাতালে আসেন। জরুরি বিভাগ থেকে তাকে খ্রিস্টান মিশন হাসপাতালে পাঠানো হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, শুক্রবার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারী চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। শনিবার দুপুরে তাকে রাজশাহীতে নিয়ে আসা হয়। বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৪:০৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২০
swapnochash24.com | sopnochas24