প্রতীকী ছবি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
ওই নারীর নাম রুবিনা খাতুন (৩০)। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস রাতে করোনা উপসর্গ নিয়ে ওই নারীর মৃত্যুর এই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. সাইফুল ফেরদৌস জানান, জ্বর ও সর্দি-কাশি নিয়ে গত শনিবার ওই নারী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাকে সন্দেহভাজন রোগী হিসেবে হাসপাতালের করোনা ওয়ার্ডে (২৯ নম্বর ওয়ার্ডে) রাখা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই রাতে তার মৃত্যু হয়েছে।
মৃত্যুর পর ওই নারী করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানতে মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হবে। এরপর পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে যে তিনি করোনা পজিটিভ ছিলেন কিনা।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১২:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ জুন ২০২০
swapnochash24.com | sopnochas24