করোনা ও রমজানও দমাতে পারেনি মাদকসেবীদের। রংপুরের মিঠাপুকুরে চোলাইমদ পান করে দুই মাদকসেবীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অন্যজন শুক্রবার রাতে মারা গেছেন।
মৃতরা হলেন- উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত. রফিকুলের ছেলে আবদুস সামাদ (৫৫) ও একই ইউনিয়নের খোর্দ্দ মহদীপুর গ্রামের হাকিম মিয়ার ছেলে মোকছেদুল ইসলাম (৩৭)। মদ সেবনে আনছার আলী (৬৫) নামে অন্যজন গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, ওই তিনজন প্রায়ই মাদক সেবন করে এলাকায় মাতলামি করতেন। শুক্রবার সন্ধায় স্থানীয় কোমরগঞ্জ বাজারে তারা চোলাই মদ সেবন করে। এর কিছুক্ষণ পরই তাদের শরীরে বিষক্রিয়া শুরু হয়। ঘটনাস্থলেই আবদুস সামাদ মারা যান। গুরুতর অসুস্থ অবস্থায় মোকছেদুল ও আনছারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মোকছেদুল মারা যান।
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস জানান, তারা বিষক্রিয়ায় মারা গেছেন। শুক্রবার রাতে মারা যাওয়া সামাদকে পারিবারিক সম্মতিতে দাফনের অনুমতি দেয়া হয়েছে। শনিবার সকালে রমেক হাসপাতালে মারা যাওয়া মোকছেদুলের লাশ ময়নাতদন্ত করা হয়েছে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৮:৫৬ অপরাহ্ণ | শনিবার, ১৬ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |